কলকাতা

চিনার পার্কের রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

Fire breaks out at Chinar Park restaurant! Firefighters at the scene

Truth Of Bengal: ফের কালো ধোঁয়ায় ঢেকে গেল শহর কলকাতা। বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছয় দমকল বাহিনী, সেই সঙ্গে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশও। আগুনের ভয়াবহতা তেমন ছিল না, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান জানা না গেলেও প্রাথমিক অনুমান, রেঁস্তোরার অধিকাংশ জিনিসপত্র পুড়ে গিয়েছে। তবে ঠিক কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের থেকে জানা গিয়েছে, এই আগুন প্রথম এলাকার মানুষের চোখে পড়ে। তাঁরা দেখেন, রেঁস্তোরা থেকে একরাশ কালো ধোঁয়া বেরোচ্ছে। এই দৃথ্য দেখে রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস করেছে দমকল এবং পুলিশ।

উল্লেখ্য, সদ্য মঙ্গলবার মেছুয়া বাজারের একটি হোটেলে বিধ্বংসী আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে ঝলসে প্রাণ হারান ১৩ জন। অপর দিকে আর এক জন প্রাণ বাঁচাতে চেষ্টা করলে ওপর থেকে পড়ে মারা যান। মোট ১৪ জন এদিন প্রাণ হারান, জখম হয়েছেন আরও ১২।

এদিকে এই ঘটনার পর থেকে নিখোঁজ হোটেল মালিক দুই ভাই। ইতিমধ্যে পুরো বিষয়টির গভীরে তদন্ত করতে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। হোটেলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে ঘটে গেল অগ্নিকাণ্ড।

Related Articles