ফের শহরে অগ্নিকান্ড,ভয়াবহ আগুনের গ্রাসে সান্ধ্যবাজার
Fire breaks out again in the city, evening market engulfed in horrific blaze

Truth of Bengal: শহর কলকাতায় ফের অগ্নিকান্ড। এবার আগুন লাগলো লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বাজারে। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন। উত্তেজনা আনওয়ার শাহ রোডে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আগুন নেভাতে তৎপর দমকল বাহিনী।
দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কাছেই অবস্থিত সান্ধ্যবাজারে বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাজারের ঝুপড়ি এলাকায় আগুন লাগে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে বাজার এলাকা।
প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর পাঠানো হয় দমকল বিভাগে। শুরুতে দমকলের দশটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ছয়টি ইঞ্জিন যোগ দেয়। বর্তমানে মোট ১৬টি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। যাদবপুর থানা থেকেও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
বাজার এলাকা হওয়ায় সেখানে অনেক ছোট ছোট ঝুপড়ি দোকান ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি ঝুপড়ি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পরিশ্রম করছেন।