
The Truth of Bengal: ফের কি বড় প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়তে চলেছে রাজ্যে? বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে বাংলার আকাশে আশঙ্কার মেঘ জমছে। আগামী শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। সতর্কতার জন্য আগামী বৃহস্পতিবার মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের। আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে আগামী বুধবার থেকে। ভারী বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আশঙ্কার মেঘ জমছে। তবে কি ফের কি বড় প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়তে চলেছে রাজ্যে? বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে বাংলার আকাশে আশঙ্কার মেঘ জমছে। আগামী শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। সতর্কতার জন্য আগামী বৃহস্পতিবার মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের।
এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী সাতদিন এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিপদ এড়াতে বৃহস্পতিবাফ্রের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে মৎস্যজীবীদের।
বৃহস্পতিবার কোনও সতর্কতা না থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।