কলকাতা

সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার-কোথা থেকে?

Fake medicines worth five and a half lakh rupees recovered - where did they come from?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ফের জাল ওষুধ উদ্ধার হল। হাওড়াতে জাল ওষুধ বাজেয়াপ্ত করতে গিয়ে নতুন ডেরার সন্ধান পায় রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তর ২৪ পরগনার একটি জায়গায় জাল ওষুধ তৈরির কারখানা রয়েছে।

সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। উদ্ধার হয় প্রচুর জাল ওষুধ। অফিস সিল করে দেওয়া হয়েছে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছেন অফিসাররা। উত্তর ২৪ পরগনা থেকে কলকাতায় এসে সেই ওষুধ বিক্রি হতো। রাজ্য সরকার এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles