পুজোয় নিশ্ছিদ্র নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজের নির্দেশ
Durgapuja security

The Truth of Bengal: কলকাতায় দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ট্রাফিকের পাশাপাশি থানার পুলিশকর্মীদেরও কাঁধে কাঁধ মিলিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবছরই কলকাতায় পুজোর ভিড় থাকে চোখে পড়ার মতো। আর এই ভিড় সামলাতে কলকাতা পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হয়। পুজোর প্রায় দু মাস আগে থেকেই চলে পরিকল্পনা, পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক। ভিড় সামলানোর ক্ষেত্রে বেশ কিছু রুটের সম্পূর্ণভাবে যান নিয়ন্ত্রণ করা হয়। এবারে পুজোর চারটে দিন যে রেকর্ড সংখ্যাক ভিড় হবে, তা আন্দাজ করেছে কলকাতা পুলিশ। তৃতীয়া থেকেই যেভাবে কিছু মণ্ডপে ভিড় হচ্ছে, তা রীতিমতো চিন্তায় ফেলেছে পুলিশকে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, পুজোর কটা দিন, শহরে দর্শনার্থীরা যাতে সমস্যা না পড়েন, সেদিকে নজর দিতে হবে। লালবাজা সূত্রের খবর, চতুর্থীর বিকেল থেকে কলকাতায় ট্রাফিক পুলিশ-সহ প্রায় আট হাজার পুলিশ নামানো হচ্ছে। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত রাস্তায় থাকবেন ১৪ হাজার পুলিশকর্মী। দায়িত্বে থাকবেন ১৮ জন ডিসি, ৮২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ২৩০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ৫১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, সেখানে নাইট বাইনোকুলার নিয়ে নজরদারি চালানো হবে। পাশাপাশি সাতটি ঘাটেও তৈরি হবে ওয়াচ টাওয়ার।
এ ছাড়াও রাখা হচ্ছে ১৬টি কুইক রেসপন্স টিম, ৩০টি অ্যাম্বুল্যান্স, ৩০ ডিএমজি টিম, ১৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পিসিআর, ৯টি মোবাইল পুলিশ অ্যাসিস্ট্যান্ট ভ্যান ও সঙ্গে সিটি ওয়াচ বাইক এবং ২০টি মহিলা পুলিশের ‘উইনার্স’ টিম