কলকাতা

ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করল ইডি, কোন তথ্যের পিছনে গোয়েন্দারা?

ED summoned Sandeep Ghosh's wife again, detectives behind what information?

Truth Of Bengal: Saif Khan: আর কি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে আটক করেছে সিবিআই। এরমধ্যে আজ আবারও সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে তলব করেছে ইডি। গত দুইদিন লাগাতার সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

গত সপ্তাহে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। তল্লাশি করতে গিয়ে বাড়ির দরজা তালাবন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের। প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর অবশেষে তালা খোলেন সন্দীপ ঘোষের স্ত্রী। তার দাবি সন্দীপ ঘোষ কিছু করেননি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। তিনি আরো জানান, যেকোনো তদন্তকারী সংস্থার সঙ্গে তারা সহযোগিতা করবেন। একই দিনে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও হানা দেয় ইডির দল। তবে সেখানে বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে যেতে হয় তাদের। এছাড়াও, এয়ারপোর্ট এর পাশে মিলন পল্লীর একটি অভিজাত আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্লাটেও হানা দেয় ইডি অফিসাররা। তল্লাশির পর জানা যায় সেখানে অন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন সন্দীপ ঘোষের শ্বশুর-শাশুড়ি।

এদিকে, সিবিআই দাবি করেছে, আরজি কর মেডিকেল হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের জন্য ফরেন্সিকে পরীক্ষায় পাঠানো হবে মোবাইল ফোন, হার্ডডিস্ক ও ল্যাপটপ।

মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতিতে একাধিক ব্যক্তির যোগসূত্র রয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ডিজিটাল নথি। ল্যাপটপ, হার্ডডিস্ক, মোবাইল ফোন ক্লোনিং করতে হবে। ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখতে সময় লাগবে। তাই এখনই ধৃতদের হেফাজতে নেয়ার জন্য আবেদন করা হচ্ছে না। প্রয়োজন হলে ভবিষ্যতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।

এই সবারই শুনে সিবিআইকে তিরস্কার করে আদালত। সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারক বলেন, ভবিষ্যতে কি নির্দেশ দেওয়া হবে তদন্তকারী অফিসার কি এখন থেকেই তা ঠিক করতে চাইছেন? ভবিষ্যতে কি নির্দেশ দেওয়া হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক।

উল্লেখ্য, মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে পেশ করা হলে উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর। আদালত কক্ষে সন্দীপ ঘোষ কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। এমনকি আদালত থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে চাটি মারতেও দেখা যায় একজনকে।

Related Articles