কলকাতারাজনীতিরাজ্যের খবর

সারদা মামলায় চার্জশিট নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে ইডি

ED faces reprimand from court over charge sheet in Sarada case

The Truth of Bengal: সারদা মামলার তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল ইডির। আদালতে ভর্ৎসনার শিকার হতে হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। এই মামলায় বিশেষ একটি চার্জসিট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকে। ১১ বছর ধরে কি করছিলেন?এতদিন পর চার্জশিট কেন? ট্যাক্স কনসালট্যান্টকে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করলেন? আপনাদের উদ্দেশ্য কি? ইডি কে প্রশ্ন বিচারপতির। ইডির পক্ষ থেকে চার্জসিটে বলা হয়, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছেন চিদম্বরম-পত্নী’।

এই নিয়ে আদালতে বেশ কিছু নথি পেশ করে ইডির গোয়েন্দারা। তবে চিদম্বরম পত্নী আদালতে দাবি করেছেন সারদার বিভিন্ন মামলা লড়তেন তিনি। তাদের আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন। আইনজীবী হিসাবে পারিশ্রমিক নেওয়ার দাবি নলিনী চিদম্বরমের। সেই যুক্তির স্বপক্ষেও বেশকিছু নথি আদালতে জমা দেন নলিনী চিদম্বরম। অবশ্য ইডির আইনজীবীর দাবি, পারিশ্রমিক হিসাবে টাকা নেওয়ার প্রমাণ দেখতে পারেননি নলিনী। সারদা মামলার চার্জশিটে দাবি ইডি-র। আর এই নিয়েই আদালতে প্রশ্নবাণে জর্জরিত হতে হয় ইডিকে।

Related Articles