করোনার সময়ের স্কুলছুটরাও করতে পারবে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন, বড়ো সিদ্ধান্ত সংসদের
During the corona period, school leavers can also register for higher secondary, a big decision of the parliament

The Truth Of Bengal: ২০২০ এবং ২১ সালে করোনা থাবা বসিয়েছিল। যার কারণে কোভিড কালে মাধ্যমিকের পরে স্কুল ছুটের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছিল। কেউ হয়তো টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি আবার কেউ টাকা থাকলেও কোভিড কালে পড়াশোনার ইচ্ছে হয়নি তাই পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু তাদের এবার স্কুলমুখী করতে এক নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। স্কুলছুটদের স্কুলে ফেরাতে রেজিস্ট্রেশনে নয়া নিয়ম চালু করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২০ এবং ২১ সালে যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল তারা এবার উচ্চমাধ্যমিকে বসার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
সচরাচর যে বছরে মাধ্যমিক হয় সেই বছরকে ছেড়ে আগের দু বছরের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়। ফলে নিয়ম অনুযায়ী ২০২২ সাল বা তারপরে মাধ্যমিক উত্তীর্ণরা এই রেজিস্ট্রেশন করাতে পারতো। তবে শুধুমাত্র এই বছরের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা নতুন নিয়ম অনুযায়ী সেই একই নিয়মেই কোভিডের দুই বছর কেউ অন্তর্ভুক্ত করা হবে। সংসদের দাবি, যে সমস্ত স্কুল পড়ুয়ারা আর্থিক, শারীরিক কিংবা মানসিক কারণে করোনাকালে পড়াশোনা করতে পারেনি তারা এবার স্কুলমুখী হতে চাইছে। তবে এ বছর বহু নিয়মের বদল ঘটিয়েছে শিক্ষা সংসদ। এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বহু জেলা স্কুল পরিদর্শক, প্রধান শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তিনি এই অনুরোধ পেয়েছিলেন। সেই কারণেই এই ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির শীর্ষ নেতা অনিমেষ হালদার জানান, ” ছাত্র-ছাত্রীদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনা তো জরুরী কাজ। তবে, শিক্ষার্থীদের কর্মসংস্থানের দিশা দেখাতে না পারলে তাদের অনেকেই পড়াশোনাতে উৎসাহ পাবে না। বহু মেধাবী পড়ুয়াও এই কারণে পড়াশোনায় উৎসাহ হারাচ্ছে।”