আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল কন্যা সহ ডোনা গাঙ্গুলি
Donna Ganguly joins daughter in protest against RG Kar case

Truth Of Bengal: আরজিকর কান্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী ও কন্যা সানা গাঙ্গুলী।
VIDEO | Former Indian cricketer Sourav Ganguly’s wife Dona Ganguly and daughter Sana Ganguly take part in a candlelight protest in Kolkata, demanding justice for the RG Kar Medical College and Hospital rape-murder victim. pic.twitter.com/9WwFn697XI
— Press Trust of India (@PTI_News) August 21, 2024
আরজি কর ঘটনায় পথে নামলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি। বুধবার বেহালা চৌরাস্তায় মোমবাতি মিছিলে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সানা গাঙ্গুলি। এদিন আর জি করের ঘটনার মূল অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। এদিনের কর্মসূচিতে বেহালা চৌরাস্তা এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন।
আর জি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে, সেই ঘটনা যাতে আর ফিরে না আসে সেই শপথ নেওয়া হয় কর্মসূচি থেকে। বাংলার দাদার এই কর্মসূচিতে অংশগ্রহণ অন্য মাত্রা পায়। এই ঘটনায় সৌরভ গাঙ্গুলির একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এই নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে নানান ধরনের মন্তব্য করতে শুরু করে।
যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে আরজি কর হাসপাতালে সেই ঘটনার প্রেক্ষিতে সৌরভ আগেই জানিয়েছিলেন এমন বর পরিচিত ঘটনার অপরাধীদের কঠোর সাজা হওয়া উচিত। এদিনের কর্মসূচি থেকে অনেকেই বলেন, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। তাড়াতাড়ি বিচার চাই। সর্বোচ্চ সাজা হোক অপরাধীদের। এদিন মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতা তরুনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।