দেব দীপাবলিতে প্রদীপের আলোয় সাজল কলকাতার বাজে কদমতলা গঙ্গার ঘাট
Dev Deepabali celebrate in baje kadamtala ghat

The Truth of Bengal: ‘দেব দীপাবলি’-র প্রদীপে সাজলো বাজে কদমতলা ঘাট। বারাণসীর ঘাটের মতো আরতি সমারোহ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সঙ্গে জুড়ে গেল দেব দীপাবলি। বাঙালির আনন্দ উদ্যাপনের ক্যালেন্ডারে ঢুকে পড়ল আরও একটি উৎসব। রবিবার সন্ধ্যায় দশ হাজারেরও বেশি প্রদীপে সেজে উঠল কলকাতার বাজা কদমতলা ঘাট।
সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব দীপাবলি’র সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ, রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশীষ কুমার সহ আরও অনেকেই। এ বছর প্রথম হলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন থেকে বাজে কদমতলা ঘাটেই নিয়মিত পালিত হবে দেব দীপাবলি উৎসব।
কার্তিক পূর্ণিমার উৎসব উপলক্ষে এ বছর বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে দেব দীপাবলি উৎসবকে ঘিরে ছিল সাজো সাজো রব। এ দিন বিকেল থেকেই উৎসাহীরা ভিড় জমাতে শুরু থাকেন। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হতে ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে, বাজেকদমতলা ঘাটে প্রবেশপথ ব্যারিকেড করে বন্ধ করে দেয় পুলিশ।