কলকাতা
আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিসের বদলি! কেন এই বদলি?
Debashis, one of the faces of the R G KAR movement, has been transferred! Why this transfer?

Truth Of Bengal: আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের বদলি। সেই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি করা হয়েছে দেবাশিস হালদারকে। এদিকে এই ঘটনায় চিকিৎসক দেবাশিস হালদার অভিযোগ তুলেছেন, এর নেপথ্যে রয়েছে প্রতিহিংসা। ইতিমধ্যে এর ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে গিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।