কলকাতা

বিজেপি-তে কোণঠাসা? নিজস্ব স্টাইলে চাঁচাছোলা জবাব দিলেন দিলীপ ঘোষ

Cornered in the BJP? Dilip Ghosh responds in his own style

Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এই ঘটনা ঘিরে বিজেপির অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা। দলের একাংশ প্রশ্ন তোলার পাশাপাশি শ্লেষও ছুড়ছেন দিলীপ ঘোষের দিকে।

এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, বিজেপির রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে দলের বৈঠক থেকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও দল এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করেনি, সূত্রের খবর, ৬ মে-র রাজ্যস্তরের বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না।

তবে এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরং শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের বলেন, “আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি?” এরপর হেসে নিজেই জবাব দেন, “আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি।”

দিলীপ ঘোষ আরও বলেন, “আমি কারও সমর্থন চাই না। আমি নিজের নীতিতে চলি।” তাঁর দাবি, প্রতিদিন জনসংযোগেই থাকেন তিনি। বলেন, “প্রতিদিন বহু অরাজনৈতিক প্রোগ্রামে যাই। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিই। শুক্রবারও আমি বাইরে ছিলাম। অনেক মানুষ দেখা করতে আসেন, তাদের সময় দিই—এসবও কর্মসূচির অংশ। তাছাড়া বিশ্রামও দরকার হয় তো!”

এদিকে দলের একাধিক নেতা তাঁর বিরুদ্ধে মুখ খুলছেন। শুক্রবার রাতে অশোক দিন্দা দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করেন। জবাবে দিলীপ বলেন, “এর আগেও অনেকে বলেছে। পরে পায়ে পড়ে ক্ষমা চেয়েছে। হঠাৎ যারা বিজেপিতে এসেছে তারা অনেক কিছু বলবে। তার উত্তর দেওয়ার দরকার নেই।”

২১ সালের ভোটের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের ইঙ্গিতে দিলীপ বলেন, “দিল্লি থেকে বিমানে করে এনে যাদের যোগদান করানো হতো, তখন আমাকে ডাকা হতো, আমি যেতাম না। বলেছিলাম আমি বাংলার রাজনীতি করি। আমি কোনওদিন কারও দরজায় গিয়ে দাঁড়াইনি। আমি দল তৈরি করেছি, এখন অন্য পার্টি থেকে আসা লোকেরা বড় বড় কথা বলছেন!” দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বঙ্গ বিজেপি রাজনীতি।

Related Articles