কলকাতারাজ্যের খবর

টানা বৃষ্টিতে গরমে লাগাম, উত্তরে-দক্ষিণে ঝড়ের সতর্কতা

Continuous rain brings heat back, storm warning issued in north-south

Truth Of Bengal: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সাম্প্রতিক আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বৈশাখের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে দাবদাহ ও তাপপ্রবাহ দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে গরমের দাপট কমেছে, এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি কঙ্কন উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটি উত্তরমুখে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে, যার প্রভাবে ২৭ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে ঝড়বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এই সময়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং তীব্র গরম ফেরার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে উত্তরবঙ্গেও একই ধারা বজায় থাকবে। সেখানে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার উত্তরের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো দমকা হাওয়া।

সবমিলিয়ে বলা যায়, রাজ্যের দুই বঙ্গেই সামনের কয়েকদিন ঝড়বৃষ্টির ধারা বজায় থাকবে। একদিকে যেমন গরম থেকে স্বস্তি মিলবে, তেমনি চাষাবাদের জন্যও এই বৃষ্টি সহায়ক হতে পারে।

Related Articles