দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, কমবে তাপমাত্রা
Continuous rain and storms forecast in South Bengal, temperature to drop

Truth Of Bengal: দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। টানা কয়েকদিন ধরে মেঘলা আকাশ এবং দফায় দফায় ঝড়-বৃষ্টি চলছে। মঙ্গলবারও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।
বর্তমানে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত বাড়ছে। ২ মে থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটবে উত্তর-পশ্চিম ভারতে, ফলে দক্ষিণবঙ্গেও বৃষ্টির মাত্রা আরও বাড়বে।
টানা বৃষ্টির ফলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলে পূর্বাভাস। তবে সপ্তাহের শেষে বৃষ্টির প্রকোপ কমলে ফের গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০-৬০ কিমি বেগে। বৃষ্টির ফলে সেখানেও তাপমাত্রা সামান্য কমবে। সতর্কবার্তা ইতিমধ্যেই জারি হয়েছে। সাধারণ মানুষকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।