সাতসকালে হুগলী সেতুর কাছে কন্টেনার উলটে বিপত্তি, চরম দুর্ভোগে যাত্রীরা
Container overturns near Hooghly Bridge

Truth of Bengal: কলকাতার ব্যস্ত সকাল আর যানজট যেন একসঙ্গে হাত ধরাধরি করে চলে। তবে মঙ্গলবার সকালটা ছিল আরও বেশি ভোগান্তির। দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের ওপর হঠাৎ করেই উলটে যায় একটি ১৪ চাকার কন্টেনার, আর তার জেরে দীর্ঘ সময় ধরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল।
জানা গেছে, খিদিরপুর থেকে লিলুয়ার দিকে যাচ্ছিল বিশালাকায় কন্টেনারটি। মন্দিরতলায় মোড় নিয়ে বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে চালক নেমে যান। এরপরই আচমকা ভারসাম্য হারিয়ে কন্টেনারটি উলটে পড়ে। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, চোখের সামনে দেখেন মাঝরাস্তায় বিপজ্জনকভাবে পড়ে আছে কন্টেনারটি।
এই ঘটনার জেরে পুরোপুরি থমকে যায় মন্দিরতলা রুটের যান চলাচল। কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা অসংখ্য গাড়ি আটকে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত যাঁরা সকালে কাজে বা স্কুলে যাচ্ছিলেন, তাঁদের দুর্ভোগ ছিল চরমে।
প্রথমে পুলিশ একটি ছোট ক্রেন এনে কন্টেনারটি সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বড় ক্রেন এনে বহু চেষ্টার পর সেটিকে সরানো সম্ভব হয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এই পথে প্রতিদিন অনেক স্কুলগাড়ি যাতায়াত করে। দুর্ঘটনার সময় সেখানে শিক্ষার্থীদের ভিড়ও ছিল। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে কীভাবে কন্টেনারটি পার্ক করার পর নিজে থেকে উলটে গেল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে কন্টেনার চলাচল নিয়ে আরও কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিশেষত ব্যস্ত এলাকায় ভারী যানবাহন পার্কিং এবং রাস্তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশেষজ্ঞরা।
সকালবেলা যখন শহর ব্যস্ত হয়ে ওঠে, তখন এমন দুর্ঘটনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আরও বেশি ভোগান্তি সৃষ্টি করে। তাই আগাম সতর্কতাই একমাত্র সমাধান।