ফের অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতাল গেলেন মুখ্যমন্ত্রী
CM visits hospital to see ailing Governor again

Truth Of Bengal: অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তাঁকে দেখতেই বুধবার ফের হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে দেখার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যপালের সঙ্গে কথা হয়নি। তিনি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। চার-পাঁচ দিন পর রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে এদিন রাজ্যপালের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
অন্যদিকে একই হাসপাতালে ভর্তি আছেন মুকুল রায়। বুধবার তাঁকে দেখে এলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা বলেন, ওঁকেও একটু দেখে এলাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। ডাকলাম। তাকিয়ে দেখল। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়। কিন্তু দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আর এবার তাঁকে দেখে এলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি পহেলগাঁওতে জঙ্গি হামলা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা গোটা ঘটনার নিন্দা জানাচ্ছি। আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। কী হয়েছে, না-হয়েছে পরে দেখব। জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না। এরা একটা ক্লাস। এদের ক্ষমা করা যায়না। সরকারের তরফ থেকে যোগাযোগ রাখা হচ্ছে।‘