পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী! শিল্পপতিদের হাতে দেওয়া হল তালিকা
Mamata Banerjee on Migrant Workers

The Truth of Bengal: বাংলাতেই কাজ পাবে বাংলার ছেলেরা, আর তাঁদের পরিযায়ী শ্রমিক হয়ে বিভুঁইয়ে যেতে হবে না। এমনই অভিনব পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত ক্রেডাইয়ে রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আবেদন করেন, রাজ্যে পরিয়াযী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে এবং রাজ্যেই দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি এদিনের মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করতে ছাড়েননি। তাঁর অভিযোগ তুলে বলেছেন, “আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি জীবনে অন্যের টাকায় এক কাপ চাও খাইনি। তবু ইডি-সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরও হেনস্তা করা হতে পারে। কিন্তু ভয় পেলে চলবে না। সরকার আপনাদের পাশে আছে।
কাজ করতে গিয়ে সম্প্রতি ভিন রাজ্যে বেশ কয়েকজন বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। কিছু শ্রমিক ছিলেন ইমারতি শিল্পের সঙ্গে যুক্ত, কোথাওবা আবার পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছেন কিচু শ্রমিক। তারপরেই বারবার প্রশ্ন উঠেছে, রাজ্যের কর্মসংস্থান নিয়ে। এই পরিস্থিতি বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো ও কর্মসংস্থানের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। এদিন রিয়েল এস্টেট কনভেনশনে শিল্পোদ্যোগীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন রাখেন, রাজ্যের বিভিন্ন শিল্পে যাতে বাংলার শ্রমিকদেরই ব্যবহার করা হয়।
রাজ্যে আবাসন শিল্পের সর্বোচ্চ সংস্থা ক্রেডাইয়ের সম্মেলনে হাজির ছিলেন রিয়েল এস্টেট জগতের একাধিক উদ্যোগপতি। তাঁদের কাছে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছে, তাঁদের ব্যবহার করা হোক। তাঁদের নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “ওঁরা রাজ্যে ফিরলে রাজ্যের মানুষ খুশি হবে। ওদেরও বোঝানোর চেষ্টা করব এখানে এলে থাকা-খাওয়ার, যাতায়াতের খরচ কমবে।” পাশাপাশি বাংলায় আবাসন শিল্পের জন্য রাজ্য সরকার কী কী কাজ করেছে, তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।