কলকাতা

ক্রিসমাসে বাড়বে যানজট, বন্ধ শহরের কোন কোন রাস্তা? দেখে নিন

Christmas celebrations will increase the traffic jam, many roads in the city will be closed

Truth Of Bengal: তিলোত্তমা কলকাতা এখন বিশ্বজনীন শহর। এই বিশ্বজনীন শহরে বিশ্বের উত্সবপ্রেমীদের সমাগম বাড়ে বছরের শেষলগ্নে। বড়দিন থেকে পয়লা জানুয়ারি মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে কলকাতার একাধিক জায়গা।পার্কস্ট্রিট,ভিক্টোরিয়া মেমোরিয়াল,ক্যাথিড্রাল চার্চ সহ নানা  জায়গায় উত্সবের হিল্লোল দেখা যায়।জাতি ধর্ম –বর্ণ নির্বিশেষে মানুষ এওয়ান সিটিতে   বর্ষবরণের জন্য হাজির হন। ক্রাউড ম্যানেজমেন্টের কথায়  মাথায় রেখে পুলিশ-প্রশাসন একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক রাস্তায়। বুধবার বড়দিনে   চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

উত্সব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যান নিয়ন্ত্রণ

পুলিশের পক্ষ থেকে আরও জানা গেছে,মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৫ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে। বুধবার বিকেল ৪টে থেকে ২৬ডিসেম্বর পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত এই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। শুধু রাস্তা বন্ধ রাখাই নয়।বেশ কয়েকটি গাড়ির গতিপথও পরিবর্তন করা হচ্ছে।মেয়ো রোড ও চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে  পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে বা মেয়ো রোডে দিকে ঘোরানো হচ্ছে,  ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার অন্যান্য রুটগুলির সঙ্গে।   চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন  চলছে যথারীতি ৷ রফি আহমেদ কিদওয়াই রোড, ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট দিয়ে যাতায়াতকারী  সমস্ত অটো ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বড়দিন  জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ  রাখার কথা জানানো হয়েছে। হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।   রাসেল স্ট্রিটে কোনও যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং বন্ধ করা হচ্ছে মূলতঃ বৃহত্তর স্বার্থে ।  ফ্রি স্কুল স্ট্রিট থেকে কিড স্ট্রিট পর্যন্ত পশ্চিমমুখী যানবাহনগুলির গতিপথ নিয়ন্ত্রণ  করা হতে পারে বড়সড় যানজট দেখা দিলে।

তাই বড়দিনের মতো বিগ ফেস্টিভ্যাল যাতে আনন্দময় হয়ে ওঠে,সেজন্য কড়া নজরদারি বহাল রাখা হয়েছে,তেমনই আবার কলকাতার মতো প্রাণের শহরে বিশ্ববাসীর আগমনের কথা মাথায় রেখে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখার পাশাপাশি যান নিয়ন্ত্রণ করার বহুবিধি ব্যবস্থাও বেশ নজরকাড়া।

Related Articles