কলকাতা

আজ নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব

Chief Secretary to hold important meeting on security today

জয় চক্রবর্তী: যুদ্ধবিরতি হয়েছে। ভারত সায় দিয়েছে। কিন্তু পাকিস্তান তাদের ‘বেইমানি’ জারি রেখেছে। যুদ্ধ বিরতির পরেও বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। এমন অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি কেমন, তা দেখার জন্যেই মুখ্য সচিব মনোজ পন্থ গুরুত্বপূর্ণ বৈঠকে।

সমস্ত জেলাশাসক পুলিশ সুপারদের থেকে রিপোর্ট যেমন নেওয়া হবে তেমনই প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয়া হবে। জেলা প্রশাসন ছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের থাকার নির্দেশ। কিছুদিন আগেই সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আছে। সেই কারণে নিরাপত্তার বিষয় নিয়েও আলাদা গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Related Articles