কলকাতা

মুখ্যসচিবের পৌরহিত্যে বৈঠক, চাকরিহারাদের ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Chief Secretary chairs meeting, assures jobless over phone

Truth of Bengal: রাজ্য সরকার ঘোষণা করেছে, গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীদের জন্য তারা আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে। সরকার জানিয়েছে, যতদিন না চূড়ান্ত রায় হয়, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে এর জন্য কর্মীদের একতা বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে।

সরকার স্পষ্ট করে দিয়েছে, তারা আদালতের রায় মানবে। যদি আদালত গ্রুপ সি ও ডি কর্মীদের কাজে যোগ দিতে অনুমতি না দেয়, তাহলে আইন মেনে বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করা হবে।

এছাড়াও, তেহট্টের নিহত প্যারা কমান্ডারের স্ত্রীর সঙ্গে সরকারের পক্ষ থেকে কথা হয়েছে। পহেলগাঁও হামলায় নিহত পশ্চিমবঙ্গের প্রত্যেক শহিদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তেহট্টের শহিদ সেনার পরিবারকেও একইভাবে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

বিশেষ করে বিতান অধিকারীর ক্ষেত্রে, তাঁর স্ত্রীকে ৫ লক্ষ টাকা এবং তাঁর বাবা-মাকে আলাদা করে আরও ৫ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি, বিতান অধিকারীর বাবা-মাকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন এবং একটি স্বাস্থ্য সাথী কার্ডও প্রদান করা হবে।

Related Articles