বকেয়া কর মেটালে জরিমানা মকুব,মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেতে ওয়েভার স্কিম,পরিবহণে যুগান্তকারী সিদ্ধান্ত
Mamata Banerjee

The Truth of Bengal: নতুন বছরে গাড়ি মালিকদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে কর দিলে মকুব হয়ে যাবে জরিমানা। গাড়ির বকেয়া আদায়ে ওয়েভার স্কিম চালু রাজ্যের। রাজ্যের কয়েক কোটি গাড়ি মালিকের জন্য নতুন বছরে উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বুধবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই ওয়েভার স্কিম চালু করবে পরিবহণ দফতর।
রাজ্যের সমস্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিক আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর মেটানোর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। আগামী ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যেই কর মেটালে জরিমানার ওপর মিলবে ১০০ শতাংশ ছাড়।
রাজ্যের কয়েক লাখ গাড়ির পারমিট ও সিএফ পুনর্নবীকরণ ফি বকেয়া রয়েছে। সেক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নবীকরণ না হওয়া গাড়ি মালিকরা পরিবহণ দফতরের এই সিদ্ধান্তে অনেক উপকৃত হবেন। ১-৩০ জানুয়ারির মধ্যে বকেয়া সিএফ ও পারমিট ফি মিটিয়ে দিলে মকুব হবে ১০০ শতাংশ জরিমানা। তারপর ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মেটালে জরিমানার ৮০ শতাংশ মকুব করা হবে। এতদিন যে সব গাড়ি মালিক কর মেটাতে পারেননি, তাঁরা রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি।
রাজ্যে বাকি বকেয়া জরিমানার অঙ্ক প্রায় কয়েক হাজার কোটি টাকা। সেই টাকা আদায় করা যাচ্ছে না। বিশেষ অভিযান চালিয়ে মোটর ভেহিকেলস ইনস্পেকটরদের পক্ষে সেই টাকা আদায় সম্ভব নয়। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার মনে করছে, জরিমানা মকুব করে যদি বকেয়া কর আদায় করা যায়, তা হলে তাতে সাড়া মিলতে পারে। তাই পরিবহণ কর্তারা ওয়েভার স্কিমের পরিকল্পনা করেন। মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত মিলতেই আসরে নেমেছে পরিবহণ দফতর।