রাজ্য পরিবহনের হাল হকিকত জানতে মঙ্গলবার নবান্নতে মুখ্যমন্ত্রী জরুরী বৈঠক
Chief Minister's emergency meeting at Nabanna on Tuesday to inquire about the status of state transport

The Truth of Bengal: রাজ্য পরিবহনের হাল হকিকত জানতে মঙ্গলবার রাজ্যে মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে মুখ্যমন্ত্রী জরুরী বৈঠক ডেকেছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও দপ্তরের সচিবসহ বিভিন্ন আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। অনেক ক্ষেত্রেই সরকারি বাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। সমস্ত দিকে বিচার করে যে যে বিষয়ে আলোচনার টেবিলে উঠে আসার সম্ভাবনা:-
* বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার হাতে কত পরিমাণ বাস রয়েছে, এবং কত শতাংশ পথে নামছে।
* উত্তরবঙ্গে পরিবহন ব্যবস্থার অবস্থা কি পর্যায়ে রয়েছে
* এস বি এস টি সি’র নতুন বাস কবে আসছে এবং আগামী পরিকল্পনা
* শহরের ট্রাম নিয়ে আলোচনা
* বিভিন্ন সরকারি বাস বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। সেখান থেকে রাজ্য সরকারের কতটা লাভ হচ্ছে।
* তেলের দাম বৃদ্ধির ফলে কি সমস্যায় পড়তে হচ্ছে পরিবহন দপ্তরকে
এই সমস্ত বিষয়ে রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী