কলকাতা

রাজ্য পরিবহনের হাল হকিকত জানতে মঙ্গলবার নবান্নতে মুখ্যমন্ত্রী জরুরী বৈঠক

Chief Minister's emergency meeting at Nabanna on Tuesday to inquire about the status of state transport

The Truth of Bengal: রাজ্য পরিবহনের হাল হকিকত জানতে মঙ্গলবার রাজ্যে মুখ্য প্রশাসনিক ভবন নবান্নতে মুখ্যমন্ত্রী জরুরী বৈঠক ডেকেছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও দপ্তরের সচিবসহ বিভিন্ন আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। অনেক ক্ষেত্রেই সরকারি বাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। সমস্ত দিকে বিচার করে যে যে বিষয়ে আলোচনার টেবিলে উঠে আসার সম্ভাবনা:-
* বিভিন্ন সরকারি পরিবহন সংস্থার হাতে কত পরিমাণ বাস রয়েছে, এবং কত শতাংশ পথে নামছে।
* উত্তরবঙ্গে পরিবহন ব্যবস্থার অবস্থা কি পর্যায়ে রয়েছে
* এস বি এস টি সি’র নতুন বাস কবে আসছে এবং আগামী পরিকল্পনা
* শহরের ট্রাম নিয়ে আলোচনা
* বিভিন্ন সরকারি বাস বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। সেখান থেকে রাজ্য সরকারের কতটা লাভ হচ্ছে।
* তেলের দাম বৃদ্ধির ফলে কি সমস্যায় পড়তে হচ্ছে পরিবহন দপ্তরকে

এই সমস্ত বিষয়ে রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী

Related Articles