মুখ্যমন্ত্রীর আস্থাভাজন দুঁদে আইপিএস, রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব
Rajiv as DG of State Police

The Truth of Bengal: তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। আইপিএস অফিসার রাজীব কুমারকে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারপর নবান্ন থেকে থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সেই নিয়োগের কথা জানানো হয়। রাজীব কুমার যখন যে পদে থেকেছেন, তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন। সেই পুলিশ আধিকারিকের ওপর আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী। আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে ছিলেন। বুধবার অবসর নিয়েছের রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তাঁর স্থলাভিষিক্ত হলেন রাজীব কুমার।
২০১১ সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই তাঁর বিশেষ আস্থাভাজন হয়ে ওঠেন রাজীব কুমার। ২০১৩ সালে বিধাননগর কমিশনারেট তৈরি করেন মমতা। সেখানকার প্রথম কমিশনার হিসেবে রাজীব কুমারকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে কলকাতার পুলিশ কমিশনার পদের মতো গুরুত্বপূ্র্ণ পদে বসানো হয় তাঁকে।
১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার। রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা। এখনও সেখানে তাঁর পরিবার বসবাস করে। এসটিএফ প্রধান হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, কলকাতার পুলিশ কমিশনারের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন রাজীব। তদন্তকারী হিসেবে রাজীব কুমারের ভূমিকা সবসময় প্রশংসিত হয়েছে পুলিশ মহলে। তাঁর ক্ষুরধার মস্তিস্ক দিয়ে বহু গুরুত্বপূর্ণ তদন্তের কিনারা করেছেন। এবার সেই দুঁদে পুলিশ আধিকারিক বসলেন রাজ্য পুলিশের শীর্ষ পদে। নয়া ডিজি হিসেবে এবার কোন কোন বিশেষ পদক্ষেপ করেন তিনি, তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী।