কলকাতা
Trending

এসএসকেএম হাসপাতালে চেকআপে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত মুখ্যসচিব ও পুলিশ কমিশনার …

Chief Minister present at SSKM Hospital for checkup with Chief Secretary and Police Commissioner

The Truth Of Bengal: এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী। চিকিৎসার জন্য ফের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী, রুটিন চেকআপ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।কাঁধে আলট্রা সাউন্ড হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

শুক্রবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসাপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রুটিন চেকআপের জন্য এসেছেন। চিন্তার কোনও কারণ নেই। এসএসকেএম সূত্রের খবর, উডবার্ন ব্লকে একটি কেবিন তাঁর জন্য প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, এক্স-রে করানোরও ব্যবস্থা রয়েছে । হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

শুক্রবার এসএসকেএমে পৌঁছে তিনি জানালেন, রুটিন চেকআপের জন্যই সেখানে এসেছেন। তাঁর কথায়, ‘‘শরীর ঠিক রয়েছে। পা চেকআপ করাতে এসেছি। আমি হাঁটছি। সবই ঠিক রয়েছে। রোজ বিশ হাজার পদক্ষেপ করছি। এমনিতে সময় পাই না। শুধু এক্স রে করাতে এসেছি।”

ইতিমধ্যেই হাসপাতালে এসেছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । ২৪ ঘন্টা আগেই সংক্রমণ রুখতে OT-তে জীবাণুনাশ করা হয়েছে। দফাই দফায় এসএসকেএম-এ পরিদর্শন চলে। অর্থোপেডিক ও জেনারেল সার্জেন্টের নিয়ে তৈরি মেডিক্যাল টিম তারা পর্যবেক্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Free Access

Related Articles