
The Truth of Bengal: বাংলা শিল্প-বাণিজ্যের গেটওয়ে অব ওয়ার্ল্ড। বিশ্বের উদ্যোগপতিদের কাছে বড় আগ্রহের কেন্দ্রে উঠে আসছে এই পশ্চিমবঙ্গ।তথ্য বলছে, স্পেনে বিনিয়োগকারী ভারতীয় সংস্থার সংখ্যা ৮২-র কাছে। আর ভারতে বিনিয়োগ করেছে এমন স্পেনীয় সংস্থা প্রায় ২০০টি।আর তাদের মধ্যে শুধু এই রাজ্যে বিনিয়োগ করেছে ৩টি স্ংস্থা।সংখ্যাটা বাড়ানোর জন্য চেষ্টা করছে বাংলার সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে বিনিয়োগের প্রতি সেদেশের শিল্পপতিদের আকর্ষণ বাড়ছে।মুখ্যমন্ত্রী মূলতঃ ল্যান্ড ব্যাঙ্ক,সুলভে বিদ্যুত্, দক্ষ কর্মী আর স্থিতিশীল সরকারের শিল্পনীতিকে সাগরপারের ছোট-বড় শিল্পপতিদের কাছে তুলে ধরেছেন।
আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাস্তবমুখী ব্যবস্থাপনা দেখে আগ্রহী হয়ে উঠছে লগ্নিকারীরা।বলা যায়, স্পেনের রাজধানী মাদ্রিদ,এটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভরকেন্দ্র। দক্ষিণ ইউরোপের প্রথম সারির অর্থনৈতিক ‘হাবকে কেন্দ্র করে বিশ্বজোড়া বাণিজ্যের দুয়ার খুলছে লন্ডন,প্যারিস,ফ্রাঙ্কফুর্ট,আমস্টারডামের পরেই রয়েছে এই মাদ্রিদ বাণিজ্যকেন্দ্র। বাংলার সঙ্গে মাদ্রিদের বাণিজ্যিক বাঁধন শক্ত করার জন্য ডোর বাঁধার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে লা লিগা বাংলায় অ্যাকাডেমি গড়তে রাজি হয়েছে।ক্রীড়ায় পেশাদারিত্ব আনতে রিয়েল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন করতেও উদ্যোগী প্রশাসনিক প্রধান।
শনিবার তিনি রিয়েল মাদ্রিদের স্টেডিয়াম ঘুরে দেখেন। স্পেনের তিকিতাকার দক্ষতার মাপকাঠির সঙ্গে বাংলার সেরা খেলার মেলবন্ধনের প্রয়াসও জারি আছএ।এর মধ্যে স্পেনের বণিকমহলের তরফে মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে হাজির থাকা এ হেইমে মন্তালভো, হুয়ান ইগনাসিও এন্ত্রেক্যানালেস সহ অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। কারণ তাঁরা মনে করছেন, রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গেরও আর্থিক বিকাশ ঊর্ধ্বমুখী। তাই সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে শালবনীতে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প তৈরির কথা ঘোষণা করেছেন,,সেভাবেই স্পেনের উদ্যোগপতিরাও কলকাতা বন্দরে বাণিজ্যের নোঙর ফেলতে উত্সাহ প্রকাশ করছে বলে জানা যাচ্ছে।