কলকাতা

একতার মন্ত্রে বাংলাকে বেঁধে রাখার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Chief Minister Mamata Banerjee's message to bind Bengal with the mantra of unity

Truth Of Bengal: এক বিশ্ব এক মন্ত্র,সকলে শান্তির জন্য এক। আমরা সব ধর্মের অনুষ্ঠান মেনে চলি,সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দেন। জৈন সম্প্রদায়কে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

বাংলার যত মত তত পথের ঐতিহ্য রক্ষায় জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন,এই রাজ্যে বহু দেবদেবী রয়েছে।সব দেবতাকেই সমান সম্মান করা প্রয়োজন। বিভেদকামীদের জবাব দিতে ঐক্যের মন্ত্র উচ্চারণ করার ডাক দেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্যে আরও তুলে ধরেন, বিভিন্ন পোশাক, বিভিন্ন খাবার বিভিন্ন আচার-আচরণ রয়েছে। আমরা সবাই একসঙ্গে থাকি।

হিন্দু মুসলমান যেই ধর্ম হোক না কেন সবাইকে একসঙ্গে থাকার অঙ্গীকার করা কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।  মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  সংহতি রক্ষার কথা তুলে ধরেন,  আমাদের এখানে সমস্ত ধর্ম জাতির একসঙ্গে থাকে। কারোর সিস্টেম অন্যরকম হতে পারে। আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি। আমরা দুর্গাপুজো কালীপুজো যেমন যাই তেমন বৌদ্ধ পূর্ণিমাতে অংশ নিই, খ্রিস্টানদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি।

Related Articles