কলকাতা
সোমবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Chief Minister Mamata Banerjee in North Bengal on Monday

Truth Of Bengal: জয় চক্রবর্তী: একগুচ্ছ কর্ম সূচি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গসহ শুরু করছেন। ১৯ তারিখ উত্তরবঙ্গে বিশেষ বিমানে যাবেন মুখ্যমন্ত্রী। সেদিন উত্তরবঙ্গের শিল্পপ্রতিদের নিয়ে ‘বিজনেস মিট’ করবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের সঙ্গে ভাবনা আদান-প্রদানের পাশাপাশি চা শিল্প নিয়ে কথা হতে পারে। পরদিন ২০ তারিখ সরকারি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা মুখ্যমন্ত্রী তুলে দেবেন উপভোক্তাদের হাতে। ২১ তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক। বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তার হাল হকিকত জানবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ তারিখ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন।