বিজেপির ‘কালিঘাট অভিযানে’ বিশৃঙ্খলা-ধস্তাধস্তি! আটক লকেট
Chaos and scuffle during BJP's 'Kalighat campaign'! Locket seized

Truth Of Bengal: সোমবার কালীঘাট অভিযান করে বিজেপি যুব মোর্চা। আর সেই অভিযান ঘিরে কলকাতার এক্সাইড মোড় চত্বরে শুরু হয় ধুন্ধুমার। বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা পুলিশের বাধাকে গ্রাহ্য না করে এগোতে চেষ্টা করে। বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে বলে অভিযোগ। এহেন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের পাকড়াও করে পুলিশ। আটক করা হয় বিজেপি নেত্রী যথা প্রাক্তন সংসদ লকেট চট্টোপাধ্যায়।
সোমবার বিজেপি তরফ থেকে কালীঘাট চলো ডাক দেওয়া হয়। পুলিশ আগেই অনুমান করে নিয়েছিল যে কর্মসূচিকে ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই আগে থেকেই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এক্সাইড মোড় থেকে মিছিল শুরু করার পরিকল্পনা অনুযায়ী বিজেপির কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়। সেখানে পুলিশ তাদের বাধা দিলে শুরু হয়েছে বিক্ষোভ-ধস্তাধস্তি।