কলকাতা

তাপের কবলে রেহাই নেই কলকাতারও, কী বলছে হাওয়া অফিস?

Calcutta is not spared from the heat, what does the air office say?

The Truth Of Bengal : বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। চরম তাপপ্রবাহ ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও ফিরবে তাপপ্রবাহ। সোমবার ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কমবে। কলকাতা ও হাওড়া, তাপপ্রবাহের বাইরে। এই দুদিন তাপপ্রবাহ থাকবে উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলী পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে। চরম তাপপ্রবাহ দু এক জায়গায় পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলায়।

বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলাতে।
কলকাতা সহ বাকি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে ৯ জেলাতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া বীরভূম জেলাতে চরম তাপপ্রবাহ এবং কলকাতা সহ বাকি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা।

উত্তরবঙ্গের দিকে জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে বৃষ্টির পরিমাণ কমবে। গরম বাড়বে। মালদা ও দুই দিনাজপুর জেলাতে তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা।

কলকাতায় রেকর্ড নয়। ১৯৮০ সালের এপ্রিল মাসে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়। এখনো পর্যন্ত কলকাতায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একটানা ৪০ এর উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ ও ২০০৯ সালে। ২০২৩ সালেও ৫ দিন ছিল ৪০ এর উপর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়। ২০২৪ এ মাত্র দুদিন একটানা ৪০ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা কলকাতাতে।

Related Articles