জ্যোতিপ্রিয়কে দ্বিতীয়বার স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court ordered Jyotipriyo to undergo medical examination for the second time

Truth Of Bengal : রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের রাজ্যের প্রাক্তন মন্ত্র জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইডির আবেদন মেনে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি দিল আদালত। আগামী সাত দিনের মধ্যে প্রাক্তন খাদ্য মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী আগামী সেপ্টেম্বর এর মধ্যেও ইডিকে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করতে বলা হয়েছে। তারপরের দিন অর্থাৎ ১২ ই সেপ্টেম্বর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।
রেশন বন্টন দুর্নীতি মামলার ইডির হাত থেকে বাঁচতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর হাইকোর্টের তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের রিপোর্ট তলব করা হয়। রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি থাকায় তা দিয়ে সংশয় প্রকাশ করেন ইডি আধিকারিকেরা। এরপর বিচারপতি ঘোষ নির্দেশ দেন জ্যোতিপ্রিয় মল্লিকের ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করার। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বুধবার আদালতে একটি বিকল্প হাসপাতালের কথা জানান। তবে জ্যোতিপ্রিয়র আইনজীবী ইডির প্রস্তাব করা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “ইডি আমার মক্কেলকে নিজেদের হেফাজতে নিয়ে পছন্দের হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাবে। সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রভাবিত করার সম্ভাবনা থাকছে।”