কলকাতা

নিউটাউনে আম পাড়া নিয়ে বিবাদে খুন ভাই, গ্রেফতার দাদা সহ তিন

Brother killed in dispute over mango orchard in Newtown, three including grandfather arrested

Truth Of Bengal: গাছের আম পাড়া নিয়ে বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই। গ্রেফতার দাদা প্রশান্ত রায় সহ তিন। চাঞ্চল্যকর ঘটনাটি বিধাননগরের নিউটাউন এলাকার। মৃত ব্যক্তির নাম সুশান্ত রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের আকন্দকিশোরি এলাকার বাসিন্দা দুই ভাই সুশান্ত ও প্রশান্ত রায়। পাশাপাশি এলাকায় দুই ভাই পরিবার নিয়ে থাকেন। প্রশান্ত রায়ের জমিতে আমগাছ আছে। সেই গাছে আম ফলেছে। শনিবার সকালে ওই জমিতে আম পাড়তে গিয়েছিলেন ভাই সুশান্ত। সেই নিয়ে দাদা প্রশান্তর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। অভিযোগ, ভাইয়ের উপর চড়াও হন দাদা। শুরু হয় জোর বিবাদ। পরিবারের লোকজন ছুটে এলেও বচসা থামানো যায়নি। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও আক্রান্ত হন।

অভিযোগ, বচসা থেকে হাতাহাতির মধ্যেই ভারী জিনিস দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করেন দাদা। আঘাতের পরেই মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সামান্য আম পাড়াকে কেন্দ্র করেই কি এই ঘটনা? নাকি দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই অন্য কোনও বিষয় নিয়ে বিবাদ ছিল? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Related Articles