কলকাতা

আবর্জনা থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর দেহ! তপসিয়ায় চাঞ্চল্য

Body of newborn baby recovered from garbage! Tapasya creates stir

Truth Of Bengal: নৃশংস ঘটনার সাক্ষী রইল তপসিয়া! রায়চরণ পাল লেনের আবর্জনায় সদ্যজাত শিশুর মৃতদেহ ফেলে গেল এক যুগল। এমনই অবাক করা অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ওই আবর্জনার মধ্যে একটা বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই চক্ষু চরক গাছ। দেখেন, বালতিতে একটি সদ্যোজাতর মৃত দেহ।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা খবর দেন তপসিয়া থানায়। পুলিশ গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। শুরু হয় তদন্ত। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এক যুবক ও যুবতী বাইকে করে এসে বালতিটি ফেলে গিয়েছিলেন। যদিও তাতে কী ছিল তা কেউ দেখেননি।

এবার প্রকাশ্যে এল গোটা বিষয়টা। কিন্তু কারা ওই যুবক-যুবতী? সন্তান কি তাঁদেরই? নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। আপাতত যুগলের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

Related Articles