কলকাতা
Trending

Big Breaking : নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

Big Breaking: Suicide attempt at Netaji Bhavan metro station, service disrupted

The Truth Of Bengal: ফের মেট্রো এ আত্মহত্যার চেষ্টা। নেতাজি ভবন স্টেশনে মেট্রো সামনে ঝাপ। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। অফিস টাইমে এই আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটায় ব্যাহত হয় যাত্রী পরিষেবা। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

বিভিন্ন মেট্রো স্টেশনে থমকে যাই ট্রেন। নেতাজি ভবন মেট্রো স্টেশনে এই আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটে সকাল ১১.৩৮ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে। মাঝখানে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনাঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

এর আগেও বহুবার বিভিন্ন মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা বা আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটেছে। ফের একই ঘটনা ঘটল বুধবার। অফিস টাইমে যখন ভিড়ে ঠাসা মেট্রোয় যাত্রীরা যাতায়াত করছেন সেই সময় এ ধরনের ঘটনা। যে ব্যক্তি এই আত্মহত্যার চেষ্টা করেন তার পরিচয় জানা যায়নি। মেট্রোর কর্মীরা ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Related Articles