কলকাতা

বৈশাখের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী, বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Bengalis suffer from the scorching heat of Baishakh, Meteorological Office predicts rain

Truth of Bengal: ভ্যাপসা,অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। বিগত কয়েকদিন রাজ্যের নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মেলেনি। এই আবহে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ, আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০-৬০ কিমি/ ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার নানান অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই অধিকাংশ জেলায় রয়েছে কালবৈশাখীর সতর্কতা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে।

Related Articles