কলকাতা

‘বাংলার বাড়ি’ প্রকল্প: নদিয়া-সহ একাধিক জেলায় ৯০ শতাংশেরও বেশি কাজ সম্পূর্ন

'Banglar Bari' project: More than 90 percent work completed in several districts including Nadia

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বাড়ি তৈরি করার জন্য সরকারি টাকার ব্যবস্থা। কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা না দেওয়াতে রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতেই গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে। নদিয়া, পশ্চিম বর্ধমান সহ কয়েকটি জেলায় ৯০% এর বেশি উপভোক্তেলা তাদের বাড়ি তৈরি করেছেন। কিন্তু অনেকগুলো জেলাতে বাড়ি তৈরির শতাংশ হার বেশ খানিকটা কম। উপভোক্তারা গরিমসি করছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাত্র পঞ্চাশ শতাংশ উপভোক্তা তাদের বাড়ি তৈরি করেছেন। এই তালিকায় আরো কয়েকটি জেলা রয়েছে। উপভোক্তারা যাতে বাড়ির তৈরি করেন তার জন্য ব্লক স্তরের অফিসারদের গ্রাউন্ড লেভেল ভিজিট করতে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

Related Articles