কলকাতা

পদ থেকে সরিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত হোক, রাষ্ট্রপতির কাছে আবেদন ‘বাংলা পক্ষ’-র

"Bangla Paksha" appeals to the President to remove the Governor and investigate him

The Truth Of Bengal : রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পদ থেকে সরিয়ে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানাল ‘বাংলা পক্ষ’। এই দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে ‘বাংলা পক্ষ’। বাংলার রাজ্যপালের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। যা নিয়ে এখন সরগরম রাজনৈতিক ময়দান। রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে। অভিযোগ দায়ের হলেও তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারে না।

কিন্তু অভিযোগ যারা করেছেন, সেই সব বাঙালি মহিলাদেরও বিচার পাওয়ার অধিকার আছে। রাজ্যপাল পদকে কাজে লাগিয়ে কেউ কি ধর্ষণ বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটাতে পারে? সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত নয় কি? অভিযোগ মিথ্যা হলে উনি সসম্মানে নিজের পদে ফিরে আসুন। কিন্তু সত্য বা মিথ্যা যাচাইয়ের আগে পর্যন্ত এই পদে থাকার অধিকার আছে কি? এই প্রশ্ন তুলে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে ‘বাংলা পক্ষ’।

রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার জন্য তাঁকে সাময়িক ভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। যাতে নির্যাতিতারা বিচার পান তার জন্য দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে চিঠি দিল বাঙালির জাতীয় সংগঠন ‘বাংলা পক্ষ’। কারণ রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ‘বাংলা পক্ষ’ সংগঠনের তরফে সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এই চিঠি লিখেছেন। রাষ্ট্রপতি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেবেন বলে আশা বাংলা পক্ষ’-র।

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রথমে রাজভবনের মধ্যে রাজভবনেরই কর্মীকে শ্লীলতাহানি এবং পরবর্তীতে এক নৃত্যশিল্পীকে পাঁচতারা হোটেলে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।  বছরখানেক আগে এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে কলকাতা পুলিশ একটি রিপোর্ট জমা দিয়েছে নবান্নে। সম্প্রতি রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগের অনেক আগেই সেই অভিযোগটি জমা পড়েছিল। সাংবিধানিক রক্ষাকবচ থাকা রাজ্যপালের বিরুদ্ধে যাতে যথাযথ তদন্ত হয় তার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে ‘বাংলা পক্ষ’।

Related Articles