কলকাতা

বাংলাকে খাটো করার চেষ্টা বরদাস্ত নয়,বার্তা মুখ্যমন্ত্রীর

Attempts to belittle Bengal will not be tolerated, says Chief Minister

Truth Of Bengal : বাংলার সাফল্যকে কেউ খর্ব করতে চাইলে, অগ্রগতিতে বাধা দিলে বরদাস্ত করবো না। বিদেশের মাটিতে বাংলার উন্নয়নের স্বীকৃতিতে গর্বিত। অক্সফোর্ডের বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেছেন, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না। মুখ্যমন্ত্রী বিনয়ের সঙ্গে যেভাবে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তা নাগরিকমহলে প্রশংসা আদায় করে নিচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই অক্সফোর্ডে ব়ৃহস্পতিবার ঐতিহাসিক বক্তব্য পেশ করেন। বাংলার‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’,শীর্ষক সেই আলোচনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ইংল্যান্ডের নানা প্রান্তের মানুষের মতোই হাজির ছিলেন অক্সফোর্ডের গবেষক,পড়ুয়া ও অতিথিরা।দেখা যায়,মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে এসএফআইয়ের ৬ সমর্থক দাদাগিরি করেন।যেখানে মুখ্যমন্ত্রী বিনয়ের সঙ্গে তাঁদের প্রশ্নের  জবাব দিতে চান,সেখানে বিক্ষোভকারীরা সীমা ছাড়িয়ে আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা করেন।মূলতঃ আরজিকর ও টাটার ন্যানো প্রকল্প নিয়ে শোরগোল ফেলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেসময়  ছক বানচাল করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নম্রস্বরে সংযমী প্রত্যুত্তর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন,আরজিকর বিচারাধীন বিষয়,টাটা বাংলায় ঢালাও বিনিয়োগ করছেন, তাই অপপ্রচার করে লাভ হবে না। একইসঙ্গে বাম আমলে তাঁর ওপর অমানবিক হামলার কথা তুলে ধরে বিশৃঙ্খলাকারীদের মুখের মতো জবাব দেন তিনি। এবার সেই বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিশ্ব আঙিনায় বাংলার সামাজিক বিকাশও নারী কল্যাণের কথা তুলে ধরতে পেরে তিনি যে গর্বিত তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বার্তা,

‘ছোটবেলায় যেদিন বাবাকে হারিয়েছিলাম, সেদিন থেকেই আমি লড়াই করছি। কখনও  ছাত্রনেত্রী হিসাবে, কখনও বিরোধীনেত্রী হিসেবে লড়েছি। আর এখন মানুষের সরকারের প্রধান হিসাবে লড়াই করছি। কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি, ভবিষ্যতেও পিছোব না। কিন্তু বাংলার সাফল্যকে কেউ খাটো করতে চাইলে এবং আত্মত্যাগের মাধ্যমে বাংলার গৌরবকে ম্লান করার চেষ্টা হলে   তা বরদাস্ত করব না।’

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর স্পষ্ট বার্তা,   প্ররোচনা,উস্কানি দিয়ে বিশ্বসভায় বাংলাকে আটকানোর চেষ্টা হলেও তা কোনওভাবেই কাজ দেবে না।তাই মুখ্যমন্ত্রী বাংলার বিশ্বজয়ের ভাবনাকে সুদৃঢ় করে নবঅঙ্গীকারও নিয়েছেন।লন্ডনে   শিল্প বৈঠকে বাংলার বিকল্প অর্থনীতির জয়জয়কার হয়েছে।বাণিজ্যে বসতে লক্ষ্মী এই ভাবনাকে সাকার করার জন্য তিনি শিল্প সম্ভাবনার দুয়ার খুলে দিতে চেয়েছেন।বিশ্ববাংলার  আর্থিক –বাণিজ্যিক শক্তি বিস্তারের লক্ষ্যে নতুন উদ্যমে কাজের ডাকও দিয়েছেন ব্রিটিশ বাণিজ্য কর্তাদের।অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বাংলায় বিনিয়োগ করার জন্য।ব্রিটেনের প্রতিনিধিদল এই রাজ্যে আসতে চায়।লন্ডন সফরে মমতার মাস্টারস্ট্রোক হল,লন্ডন-কলকাতা বিমান পরিষেবা চালুও কলকাতায়  অক্সফোর্ডের ক্যাম্পাস তৈরির প্রস্তাব। শিল্প-বাণিজ্য সহ অর্থনীতিতে বাংলার নবজাগরণের ডাকও স্পষ্ট।সোশ্যাল মিডিায় মুখ্যমন্ত্রী লিখেছেন

নিন্দুকদের মুখের মতো জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন,বাংলা কথায় নয় কাজে বড়।কাজের খতিয়ান দেওয়ার মতোই বহুত্ববাদী ভাবনাকে সম্মান জানিয়ে   মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিশ্বজয় করলেন তা ইতিহাস মনে রাখবে।

Related Articles