খাস কলকাতায় এটিএম জালিয়াতি! অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা
ATM fraud in Kolkata! Lakhs of rupees disappear from accounts

Truth Of Bengal : কলকাতার বুকে ফের এটিএম জালিয়াতি! কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হলেন দুই গ্রাহক। তাঁদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন দুই গ্রাহক। তাঁরা এটিএম কার্ড ব্যবহার করলেও টাকা বেরোয়নি। এরপর এটিএমের ভিতরে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করেন তাঁরা।
ফোন তোলেন এক অচেনা ব্যক্তি, যিনি নিজেকে ব্যাঙ্কের প্রতিনিধি বলে পরিচয় দেন। তিনি সমস্যার সমাধানের জন্য গ্রাহকদের মোবাইলে কিছু নির্দিষ্ট অপশন ক্লিক করতে বলেন। তার কথামতো কাজ করার পরপরই শুরু হয় বিপত্তি। ঘণ্টাখানেকের মধ্যে একের পর এক টাকা তোলার মেসেজ আসতে থাকে তাঁদের মোবাইলে। তখনই তাঁরা বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারিত এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। অন্যজনের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় প্রায় এক লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই তাঁরা সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে কোনও বড় প্রতারক চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ব্যাঙ্কের নাম করে আসা সন্দেহজনক ফোন কলে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।