ফের শহরে বহুতল বিপর্যয়, এবার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বাড়ি
Another multi-storey disaster in the city, this time an under-construction building in Tangra collapsed

Truth Of Bengal: ট্যাংরার ক্রিস্টোফার রোডে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মাণ একটি বহুতল একদিকে হেলে পড়েছে, যা নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তবে সৌভাগ্যবশত, বহুতলটির কাজ চলার কারণে সেখানে কেউ ছিলেন না, ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, বহুতলটির বাইরে প্রাথমিক কাজ শেষ হলেও ভিতরের কাজ এখনও বাকি ছিল। বুধবার সকালে স্থানীয়রা দেখেন, বহুতলটি একদিকে ঝুঁকে পড়েছে। বাঘাযতীনের সাম্প্রতিক দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা, তাই স্থানীয়দের মধ্যে আতঙ্ক দ্বিগুণ হয়ে ওঠে। আশপাশের অন্য বহুতলের বাসিন্দারাও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও পুরসভার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং কার গাফিলতিতে নির্মাণ শেষ হওয়ার আগেই এমন বিপত্তি ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত ধসে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, অনুমতি ছাড়াই নির্মাণকাজ শুরু হয়েছিল। মাটি পরীক্ষা না করে চলছিল ‘হাইড্রলিক জ্যাকিং’, যার ফলে দুর্ঘটনা ঘটে। ঘটনায় জড়িত প্রোমোটার ও আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং প্রোমোটারকে গ্রেপ্তার করা হয়েছে।
এবার ট্যাংরার ঘটনা একই ধরনের গাফিলতির ফল কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুরসভা। স্থানীয়রা অবিলম্বে সঠিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।