কলকাতারাজ্যের খবর

হাওড়া ও শিয়ালদা হয়ে কলকাতামুখী আমজনতা, শহর ঘাসফুলের দখলে

Amjanta towards Calcutta via Howrah and Sealda, the city is occupied by Ghassful

The Truth Of Bengal : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মহেন্দ্রক্ষণের প্রহর গুনছে মহানগরী। রবিবার একুশের আবেগে ভাসবে কলকাতা। প্রতিবছরের মতো এবারও একুশের মেগা সমাবেশ কলকাতার ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে। চূড়ান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছান। নেতাজি ইনডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম সহ শহরের একাধিক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

হাওড়া ও শিয়ালদায় তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। সেখানে দায়িত্বে রয়েছেন দলের স্বেচ্ছাসেবকরা। ট্রেন থেকে নামার পর তৃণমূল কর্মীর সমর্থকদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন তারা। তৃণমূলের পতাকা হাতে কর্মী সমর্থকদের ছবি ধরা পড়েছে মহানগরীর বিভিন্ন প্রান্তে। বহু তৃণমূল কর্মী শনিবার ভীড় জমান ধর্মতলায় একুশের মঞ্চের সামনে। মঞ্চ বাঁধার প্রস্তুতি দেখতেও ভিড় তৃণমূলের সাধারন কর্মীদের। একুশের আবেগ শহরজুড়ে।

অন্যদিকে, সভার প্রস্তুতিও চলছে জোরকদমে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ প্রায় সম্পন্ন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল শুক্রবার ধর্মতলায় সভাস্থল পরিদর্শন করেন। কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা শনিবারও সভাস্থল ঘুরে দেখেন।

Related Articles