কলকাতা

আলিপুর আবহাওয়ার হুঁশিয়ারি! বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা

Alipore weather warning! Thunderstorm and heavy rain likely

Truth Of Bengal: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। শনিবার কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টির ফলে তাপমাত্রা হ্রাস পায়।

রবিবারের জন্য বিশেষভাবে সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতায় সম্ভাবনা রয়েছে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির।

উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার ও বুধবারও বজ্রঝড়ের সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রবিবার ও বুধবার একই পরিস্থিতির আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমানে রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।

তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও, পরবর্তী তিন দিনে তা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি — যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

 

 

Related Articles