কলকাতা

বাগুইআটির  ট্রলিব্যাগ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত

Accused arrested in Baguio trolley case

Truth of Bengal: মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা, দুই সন্তানের মা, ৩০ বছরের রিয়া ধরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, ২১ এপ্রিল দুপুরে রিয়াকে খুন করা হয়। পরদিন সকালে বাগুইআটির এক নর্দমার ধারে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ তদন্তে জানতে পারে, বারাসাতের বাড়িতেই রিয়াকে খুন করেন তাঁর প্রেমিক কৌশিক প্রামাণিক।

প্রায় তিন মাস আগে ফেসবুকে কৌশিকের সঙ্গে রিয়ার পরিচয় হয়। তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ দিন আগে রিয়া তাঁর স্বামী অমিতকুমার ধর ও সন্তানদের ছেড়ে নবগ্রাম থেকে বারাসাতে চলে আসেন। এই ঘটনায় নবগ্রাম থানায় মিসিং ডায়েরি করেন রিয়ার স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান, রিয়া পালানোর সময় সোনা ও টাকা সঙ্গে এনেছিলেন। কৌশিক তা হাতিয়ে নেওয়ার পর রিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না। বিয়ের জন্য চাপ দিলে রিয়াকে খুন করা হয়।

বারাসাতে খুনের পর দেহ ট্রলিতে ভরে প্রায় ১৭ কিমি দূরে বাগুইআটিতে নিয়ে আসেন কৌশিক। জানা গেছে, আগে ওই এলাকায় দুই বছর ভাড়া থাকায় জায়গার খুঁটিনাটি তাঁর জানা ছিল। ২১ তারিখ সন্ধ্যায় একটি অ্যাপক্যাব ভাড়া করে দেহ নিয়ে এসে রাতে নর্দমার ধারে ফেলে দেন তিনি। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে কৌশিকের উপস্থিতি শনাক্ত করে। পরে অ্যাপক্যাব সংস্থার মাধ্যমে চালকের বয়ান নিয়ে কৌশিক প্রামাণিককে গ্রেফতার করা হয়। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে এই নৃশংস খুনের রহস্য।

Related Articles