কলকাতারাজনীতি

‘ওঁদের সময় লাগবে’! ঘন্টাখানেকের মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে গেলেন অভিষেক

Abhishek Banerjee

The Truth of Bengal: ইডি দপ্তরে ঢোকার এক ঘন্টার মধ্যে বেরিয়ে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১১:০৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন তিনি। বেরিয়ে আসেন ১২:০৬ মিনিটে। বেরিয়ে এসে অভিষেক জানান, ‘৬ হাজার পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাবো।’ এর পরেই অভিষেক জানিয়েছেন, ‘আমি চাইলে আদালতের নির্দেশ মোতাবেক শুধু নথি পাঠিয়ে দিতাম। কিন্তু আমার লুকনোর কিছু নেই। তাই নিজে এসে নথি জমা দিলাম। আর আমায় যত বার ডাকা হবে তত বার আসবো।’

বৃহস্পতিবার বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকাল ১০.৫০ নাগাদ।  কালিঘাটের বাড়ি থেকে হাসিমুখেই বের হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেরনোর সময় গাড়ির কাচ খুলে হাসি মুখেই হাত দেখিয়ে এবং নমস্কার  করেছিন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কয়েকদিন আগেই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ইডি।

নিয়োগ তদন্তে নেমে গত ৩ অক্টোবর অভিষেককে ইডি ডেকেছিল। কিন্তু রাজধানী দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সে বার তিনি যাননি। গত ৯ অক্টোবর তাঁকে তলব করা হলেও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন তিনি।

Free Access

Related Articles