কলকাতা

শিক্ষকতার ভাবমূর্তী ফিরে পাওয়ার ছক! পুলিশদের লাল গোলাপ উপহার চাকরিহারাদের

A plan to restore the image of teaching! Police gift red roses to jobless people

Truth Of Bengal: অভিনব প্রতিবাদ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের। চাকরি হারানোর পর থেকে যে ছবি দেখা গিয়েছে বাংলায়, সেই ছবির সঙ্গে এই ছবির আকাশ পাতাল তফাৎ। এতদিন কোথাও বিক্ষোভ, কোথাও অনশনের ডাক তো কোথাও বা অভিযানের ডাক দেখা দিয়েছেন তাঁরা। এবার শিক্ষকতার ছাপ ফেলতে পুলিশের হাতে লাল গোলাপ দিচ্ছেন চাকরিহারারা! আর সেই ভিডিয়ো এখন সমাজ মাধ্যমে।

চাকরি হারিয়ে পথে বসেছেন চাকরিহারারা। চাকরি হারানোর দুঃখে রোদ-ঝড় মাথায় করে রাস্তায় নেমেছে তাঁরা। এর আগে পুলিশের ওপর মারধরের ছবি সামনে এসেছে পাল্টা মারের ছবিও দেখা গিয়েছে। সেই আবহের মাঝে একেবারে অন্য ছবি। শুক্রবার জোর হাতে পুলিশকে গোলাপ দিচ্ছেন তারা।

Related Articles