কলকাতা

গরমে স্বস্তির পরশ, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ৫ ই মে পর্যন্ত

A bit of relief from the heat, thunderstorms in South Bengal will continue till May 5

Truth Of Bengal: দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত স্বস্তির আবহাওয়া। বৈশাখের প্রখর রোদ আর তীব্র দাবদাহের মাঝে বৃষ্টির পরশ যেন এক টুকরো স্বস্তি এনে দিয়েছে রাজ্যবাসীর জন্য। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হওয়ায় পারদ কিছুটা কমেছে, আর মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ মে অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া সহ আরও কিছু জেলায় এই বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। এই দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে, আবহাওয়া সুত্রে জানা যাচ্ছে যে বৃষ্টি হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বড় কোন পরিবর্তন হবে না। সর্বচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরের জেলাগুলিতেও একই রকম পূর্বাভাস জারি রয়েছে।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মানুষজন যে তীব্র গরমে পুড়ছিলেন, সেই ‘বৈশাখী দহন’ থেকে খানিকটা রেহাই মিলেছে। বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া তাপমাত্রা কিছুটা নামিয়ে এনেছে এবং আগামী প্রায় এক সপ্তাহ এই ঝড়বৃষ্টির ধারা বজায় থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তাই দাবদাহে ফেরার সম্ভাবনা এখনই তেমন নেই বললেই চলে।

 

Related Articles