কলকাতা

কলকাতা চলচ্চিত্র উৎসবে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষ! জানুন আসল কারণ

 

কলকাতা চলচ্চিত্র উৎসবের রবিবার সন্ধ্যা ৭টার স্লটে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ ছবিটি দেখার জন্য দীর্ঘ লাইন দিয়েছিলেন অনেক দর্শক। কিন্তু আসন সংখ্যা কম থাকায় অনেকেই হলে ঢুকতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকেই নন্দন চত্বরে চলচ্চিত্র উৎসব দেখতে ভিড় জমতে শুরু করে। ছুটির দিন হওয়ায় ভিড় আরও বেশি ছিল। সন্ধ্যা ৭টার স্লটে ‘কেনেডি’ ছবিটি দেখার জন্য ভিড় বেড়ে দাঁড়ায় তিন গুণ। আসন সংখ্যা কম হওয়ায় দরজা বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁরা দাবি করেন, যেহেতু তাঁদের কাছে ভিতরে ঢোকার অনুমতিপত্র রয়েছে, তাই তাঁদের অবশ্যই হলে ঢুকতে দেওয়া হবে।

কলকাতা চলচ্চিত্রোৎসবের চেয়ারপার্সন তথা টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী বলেন, ‘‘প্রতিদিনই ভিড় হচ্ছে। চলচ্চিত্র উৎসবে সেটাই কাঙ্ক্ষিত। সেখানে ‘কেনেডি’ র মত ছবি সবাই দেখতে চাইবেন। ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। তাঁদের ধৈর্যচ্যুতি ঘটা স্বাভাবিক। কিন্তু আমরা নিরুপায়। একটা সময়ের পর দর্শকাসন ভরে গেলে আমাদের দরজা বন্ধ করে দিতে হয়। পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে।’’

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার দুপুরেও ঠিক এমনই ঘটনা ঘটেছিল আরও একবার। তখন হলে অঞ্জন দত্তের ছবি দেখানো হচ্ছিল। সেখানেও দর্শকাসন ভরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। তাতে দর্শকেরা রেগে গিয়ে প্রতিবাদ জানালেও অবশ্য বিষয়টি হাতাহাতির পর্যায়ে গড়ায়নি।

Related Articles