চাকরি

কর্মসংস্কৃতি অপছন্দ হলে ২ লাখ মাইনের চাকরিও ছাড়েন অনেকে, শুনে অবাক হলেন?

Toxic work culture forces man to leave his high paying job where he was making over $200k

The Truth of Bengal: চাকরির পরিবেশ পছন্দ না হলেও মোটা টাকার বেতনের জন্য অনেকেই বাধ্য হন সেই চাকরি টেনে যেতে। কারণ অর্থটা সবার জীবনেই প্রয়োজন। বিশেষ করে মোটা বেতনের চাকরি সবার ভাগ্যে জোটে না। সেখানে যদি বেতন দু লাখের বেশি হয়তো কথাই নেই। আবার এমন ঘটনাও ঘটে, মোটা বেতনের জন্য মাসের পর মাস, বছরের পর বছর মনের সায় না থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে সেই চাকরিতে টিকে থাকা। একটা সময় যন্ত্রে পরিণত হওয়া। জীবনে অবসাদ চলে আসা। এমন একটি ঘটনা সামনে এসেছে, ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির একজন শীর্ষ আধিকারিক দু লক্ষের বেশি বেতন পেতেন, তবুও তিনি চাকরি ছেড়ে দিয়েছেন।

ওই ব্যক্তির একজন প্রাক্তন সহযোগী জানিয়েছেন, ওই চাকরিটি তার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছিল। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। তার মনে হচ্ছিল খারাপ সময়ের জন্য এই চাকরি, ভালো সময়ের জন্য নয়। মোটা বেতন তুচ্ছ করে ভালো সময় বেছে নেওয়ার জন্য ছেড়ে দেন চাকরি। ওই ব্যক্তি ম্যাকেন্সি কোম্পানিতে ২০২১ সালে যোগ দিয়েছিলেন। উচ্চ পদে চাকরি করছিলেন। চাকরিতে তার নির্দিষ্ট বাঁধা সময় ছিল না। বছরে অধিকাংশ দিন সকাল সাড়ে সাতটায় ঢুকে রাত সাড়ে ১১ টায় বেরোতে হয়েছে অফিস থেকে। এই দীর্ঘ সময় এক চেয়ারে বসে শুধু কাজ আর কাজ করে গিয়েছেন। কাজ করতে করতে ভুলে গিয়েছেন বাথরুমে যাওয়ার কথা, খাওয়ার কথা।

ধীরে ধীরে কমে গিয়েছিল শরীরের ওজন। এক প্রকার যন্ত্রমানবে পরিণত হতে হয়েছিল তাঁকে। এই কর্মসংস্কৃতি তাঁকে ক্রমশ বিষাদগ্রস্ত করে তুলেছিল। একটা সময় তার মনে হয়েছিল এই কাজ তার কাছে বিষাক্ত। বাড়ি ফেরার পর তার প্রিয় কুকুরটি পর্যন্ত তার দিকে যেন দুঃখের চোখে চেয়ে থাকতো। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। মোটা বেতনের থেকে নিজের ভালো সময়ের পথ বেছে নেন। তার মনে হয় এই মোটা বেতনের থেকে নিজেকে সময় দেওয়াটাই তার কাছে বেশি মূল্যবান। ছেড়ে দেন ওই চাকরি। আপনার কী মত, উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত? নাকি নিজের স্বাধীন জীবনকে গুরুত্ব দেওয়া? অবশ্য অর্থ এবং নিজের স্বাধীনতা দুটোই মানুষের ভীষণ প্রয়োজনের।

Related Articles