কলকাতা মেট্রোরেলে রয়েছে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন
There are job opportunities in Kolkata Metrorail, how to apply

Truth Of Bengal : মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার গর্ব কলকাতা মেট্রোরেলে রয়েছে চাকরির সুযোগ। অবসরপ্রাপ্ত রেল কর্মচারীদের মেট্রোরেলে কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হবে। মেট্রোরেলের ইঞ্জিনিয়ারিং বিভাগে কনসালট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। মোট শূন্যপদ ১৫।
নন গেজেটেড কর্মীদের জন্য শূন্যপদ ৮। গেজেটেড আধিকারিকদের জন্য মোট শূন্যপদ ৭। ৯ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল মারফত আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, নন গেজেটেড কর্মীদের জন্য কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং) রিটায়ার্ড এসএসই/পিওয়ে পদে মোট শূন্যপদ। কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং) এসএসই/ওয়ার্কস পদে মোট শূন্যপদ ২। কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং) রিটায়ার্ড জেই/পিওয়ে পদে মোট শূন্যপদ ২।
কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং) রিটায়ার্ড জেই/ওয়ার্কস পদে মোট শূন্যপদ ২। গেজেটেড আধিকারিকদের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে কনসালট্যান্ট (ইঞ্জিনিয়ারিং)-রিটায়ার্ড এসজি/জেএজি পদে মোট শূন্যপদ ৩। কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড এসএস অফিসার পদে মোট শূন্যপদ ২। কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিটায়ার্ড জেএস আধিকারিক পদে শূন্যপদ ২।
কীভাবে করবেন আবেদন
সব ক’টি পদের জন্যই আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে হতে হবে ৬৫ বছরের মধ্যে। অফিশিয়াল ওয়েবসাইট (www.mtp.indianrailways.gov.in) মারফত আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ইমেইল আইডিতে। নন গেজেটেড কর্মীদের ৯ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল করতে হবে এই ইমেইল আইডিতে—(spomtp.railnet.gov.in) আর গেজেটেড আধিকারিকদের ৯ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল করতে হবে এই ইমেইল আইডিতে—(spoci4mtp.railnet.gov.in)।