বিশ্বভারতীতে শিক্ষকতা করার সুযোগ, কত শূন্যপদে আবেদন
Teaching opportunities in Visva Bharati, how many vacancies apply

The Truth of Bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ তথা রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীতে শিক্ষকতা করার সুযোগ আছে। বিশ্বভারতীর শিক্ষাসত্রে ৫টি শূন্যপদে গেস্ট টিচার নেওয়া হবে। ইংরেজি, প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাস, বাংলা ও গণিত বিভাগে গেস্ট টিচার হিসাবে কাজের সুযোগ আছে। ইংরেজিতে শূন্যপদ ২টি, প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাসে শূন্যপদ ১টি, বাংলায় শূন্যপদ ১টি ও গণিতে শূন্যপদ ১টি।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম ৫০% নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাসের ক্ষেত্রে এবিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিএড বা সমতুল্য বিষয় ডিগ্রি থাকতে হবে। সিবিএসই’র সিটেট বা রাজ্যের উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
সাদা কাগজে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি সেলফ অ্যাটেসটেড করে, পাসপোর্ট সাইজের ছবি সমেত, ফোন নম্বর ও ইমেইল আইডি লিখে ২৮ জুনের মধ্যে সশরীরে গিয়ে জমা দিয়ে আসতে হবে বিশ্বভারতী, শ্রীনিকেতন, শিক্ষাসত্র, অধ্যক্ষ (অস্থায়ী)-এর অফিসে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা করে। মাসে কমপক্ষে ৮০ পিরিয়ড ক্লাস নিতে হবে।