দক্ষিণ পূর্ব রেলে চাকরির সুযোগ, কতগুলো শূন্যপদ, কীভাবে আবেদন করবেন জানুন
South Eastern Railway Job Opportunities

The Truth of Bengal: রেল হল ভারতের লাইফলাইন। সেই রেলেই এবার চাকরির সুযোগ আছে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ১১টি শূন্যপদে বিশেষজ্ঞ ডাক্তার ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। অবসরপ্রাপ্ত সরকারি মেডিক্যাল অফিসাররাও আবেদন করতে পারেন। ১৩ জুনের আগে অনলাইনে বা ইমেইল মারফত আবেদন করতে হবে। ১৮ জুন ওয়াক ইন ইন্টারভিউ হবে। আদ্রা দক্ষিণ পূর্ব রেলের দফতরে সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসারের দফতরে সকাল সাড়ে ১১টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ হবে। বিশেষজ্ঞ ডাক্তার না থাকলে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার দিয়ে শূন্যপদ পূরণ করা হবে। মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে শূন্যপদ ২টি। অ্যানেসথেশিয়া, প্যাথোলজি, অর্থোপেডিক্স, ইএনটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে শূন্যপদ একটি করে।
প্রতিটি বিশেষজ্ঞ ডাক্তার পদে মাসে বেতন মিলবে ১,০৫,০০০ টাকা। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫টি। মাসে বেতন মিলবে ৭৫ হাজার টাকা। মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে আবেদনের জন্য মেডিসিন বিভাগে এমডি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। অ্যানেসথেশিয়া বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে আবেদনের জন্য অ্যানেসথেশিয়ায় এমডি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। প্যাথোলজি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে আবেদনের জন্য প্যাথোলজিতে এমডি/ডিএনবি ডিগ্রি থাকতে হবে।
অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে আবেদনের জন্য অর্থোপেডিক্সে এমএস/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। ইএনটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার পদে আবেদনের জন্য ইএনটিতে এমএস/ডিএনবি ডিগ্রি থাকতে হবে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১৩ জুন সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিশদ তথ্য আছে দক্ষিণ পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট ‘www.ser.indianrailways.gov.in’- এ। সম্পূর্ণ জীবনপঞ্জি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সমেত আপলোড করতে হবে এই ইমেইল আইডিতে–” [email protected]”।